Skip to main content

ইমরান খান সরকারের শুধু ভিক্ষা নীতিই রয়েছে: বিলাওয়াল ভুট্টো

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: পাকিস্তান সরকারের শুধু ভিক্ষা নীতিই রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বুধবার সংসদ অধিবেশনের পর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। এসময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের নিজস্ব কোনো বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নেই বলেও তিনি জানান। তিনি বলেন, সরকার ক্ষমতাগ্রহণের পর থেকেই ক্রমাগত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই আবারো সবকিছুর দাম বৃদ্ধি পাবে বলেও তিনি আশঙ্কা করছেন। এমনকি জাতীয় অর্থনীতির বিষয়ে কোনো মাথাব্যথাও নেই সরকারের এমন দাবিও তিনি করেন। বিলওয়াল বলেন, চীন ও পাকিস্তান নিয়ে সরকার বর্তমানে যে নীতির কথা বলছে, সে নীতির রূপকার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতির বাইরে চলে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এক্সপ্রেস ট্রিবিউন

অন্যান্য সংবাদ