শিরোনাম

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিন নয়, শীঘ্রই কিমের সাথে বৈঠক: ট্রাম্প

আব্দুর রাজ্জাক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে স্বাক্ষাৎ করবেন না বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আগামী বছরের শুরুতেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠক করবেন বলেও তিনি মন্তব্য করেছেন। তবে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত বন্ধ করা হবে না বলে নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প জানান, আসন্ন ১১ নভেম্বরের সম্মেলনে পুতিনের সাথে কোন বৈঠক হবে না। তবে উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী তাদের ওপর থেকে অবরোধ সহজ করা হবে। যদিও ট্রাম্প ও পুতিন ছাড়াও আরো অন্তত অর্ধশত রাষ্ট্রপ্রধান অনুষ্ঠানটিতে যোগ দিচ্ছেন।

এএফপি বুধবার জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম বিশ^যুদ্ধের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বের অন্যান্য নেতাদের সাথে তারাও সেখানে যাচ্ছে। আসছে রোববার সেখানে পুতিনের সাথে ট্রাম্পের সংক্ষিপ্ত আলোচনার সম্ভাবনা ছিল। এমনকি তারা উভয়ে প্যারিসে সংক্ষিপ্ত আলোচনা করার ব্যাপারেও সম্মত হয়েছিলেন বলে রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়