শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০৬:৪০ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ হয়ে কারাগারে ফিরে গেছেন খালেদা জিয়া: ব্রিগেডিয়ার হারুন

শিমুল মাহমুদ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতিবাচক অর্থে সুস্থ আছেন। তাছাড়া সুস্থ অবস্থায় তিনি কারাগারে ফিরে গেছেন বলে জানিয়েছেন বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাস্পাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার হারুন বলেন, আপনারা জানেন বেগম খালেদা জিয়া ৬ অক্টোবর অসুস্থতা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন, দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে আজকে এগারোটা ত্রিশ মিনিটে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। উনার শারীরিক অবস্থা যতেষ্ট স্থিতিশীল আছে। আমরা হাসপাতালের পক্ষ থেকে তাকে যতার্থ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি।

হাস্পাতালে কি কি চিকিৎসা দেওয়া হয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার কিছু কিছু বিষয় আছে, যেমন আর্থরাইটস, আমরা বলতে পারি ব্যথা আছে, ব্যথা নাই, অর্থাৎ ডিপারমেটিব আছে ডিপারমেটিব নাই। এটা একেবারে সুস্থ হবার না। এখানেও মেডিকেল বোর্ড গঠন করা আছে, যে কোন সময় তিনি আসলে চিকিৎসা নিতে পারবেন। তাছাড়া ফিজিও থেরাপি সেখানেও চলবে। বেগম জিয়ার শারীরিক অবস্থা যথেষ্ঠ স্থিতিশীল রয়েছে। এবং তা ইতিবাচক।

তিনি বলেন,বেগম জিয়াকে কয়েকবার এম আর আই, এক্সরে, সিটিস্ক্যান করা হয়েছে তার রিপোর্টে আমরা যা পেয়েছি তিনি বেশ ভালো আছেন, এক্সরে রিপোর্ট স্যাটিসফ্যাক্টরি, সিটিস্ক্যান রিপোর্টে কিছু ডিজিনাটিক পরিবর্তন ছাড়া সব কিছু বেশ ভালো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহা সচিব রুহুল কবির রিজভী অভিযোগ ছিলো মেডিকেল বোর্ডের ছাড়পত্র ছাড়াই তাকে নেওয়া হয়েছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের ছাড়পত্র ছাড়া কি কেউ কখনো যেতে পারে। ছাড়পত্র দিয়েই তাকে পাঠানো হয়েছে।

কারাগারে প্ররণের বিষয়টা আমরা উনাকে জানাই নাই। যতার্থ কতৃপক্ষের মাধ্যমে অবহিত করেছি।

এর আগে, দুপুর সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চৌত্রিশ দিন শেষে পুনরায় নাজিম উদ্দিন রোডের কারাগারে নিয়ে যাওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়