Skip to main content

‘মেয়েকে যেদিন ভালো না লাগে... জানিও, নিয়ে যাবো’

ডয়েচে ভেলে : বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক কতটা গভীর তা আরেকবার বুঝিয়ে দিলেন এক তাইওয়ানি বাবা৷ মেয়ের বিয়েতে নিজের সন্তানের সঙ্গে তার তার ভালোবাসার গভীরতা জানানোর পাশাপাশি একটি চিঠিও পড়ে শুনিয়েছেন৷ ‘‘যদি এমন কোনো দিন আসে যখন তুমি তাকে আর ভালোবাসো না... আমাকে জানিও৷ আমি তাকে বাড়ি নিয়ে যাবো,” পকেট থেকে ছোট্ট এক টুকরো কাগজ বের করে একথা বলেন একজন তাইওয়ানি বাবা৷ মেয়ের বিয়েতে হবু জামাইকে পরিষ্কার ভাষায় নিজের অবস্থান জানিয়েছেন তিনি৷ আর সেই জানানোর ভিডিও হয়ে গেছে ভাইরাল৷ ভিডিওতে মেয়ের সঙ্গে নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বাবা বলেন, ‘‘তাকে প্রথম আলিঙ্গন আমিই করেছিলাম৷ প্রথম চুমুটাও আমি দিয়েছি৷” এসময় চোখ মুছতে দেখা যায় তাকে। এরপর তিনি বলেন, ‘‘তার যতœ নেয়ার কাজটাও সবার আগে আমি করেছি৷” উল্লেখ্য, ভিডিওটি সাউথ চায়না মর্নিং পোস্টের ফেসবুক পাতায় ছয়মাস আগে প্রকাশ করা হয়৷ সেটি এখন অবধি একটি উৎসেই একুশ মিলিয়ন বার দেখা হয়েছে৷এখনো অনেকে ভিডিওটি শেয়ার করছেন৷

অন্যান্য সংবাদ