শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় কৃষকের মুখে হাসি

আদম মালেক : জমির উর্বরতাসহ অনুক‚ল পরিবেশের কারণে ভোলায় আমনের বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। তাদের মুখে হাসি। বিগত দিনের দায় দেনা পরিশোধ করে এবার কিছুটা স্বচ্ছলতা ফিরে আসবে বলে তারা মনে করেন তারা।

কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় আমনের আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১ লাখ ৭৪ হাজার ৯৯৫ মেট্রিক হেক্টর। কিন্তু আবাদ হয়েছে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি। জেলার সাত উপজেলায় আমনের আবাদ হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭৫ হেক্টর। এরমধ্যে সদর উপজেলায় ২৫ হাজার ৫৪০ হেক্টর, দৌলতখান উপজেলায় ১৬ হাজার ৫৪৫ হেক্টর, বোরহানউদ্দনি উপজেলায় ১৮ হাজার হেক্টর, তজুমদ্দনি উপজেলায় ১২ হাজার ৮৫০ হেক্টর, লালমোহন উপজেলায় ২৩ হাজার ৫০০ হেক্টর, চরফ্যাশন উপজেলায় ৭০ হাজার ৩৩৪ হেক্টর এবং মনপুরা উপজেলায় ১২ হাজার ৩১০ হেক্টর। ধারণা করা হচ্ছে এ বছর ৪ লাখ ২৮ হাজার ৬৪ মেট্রিক টন চাল উৎপাদন হবে।

গত বছর জেলায় ৪ লাখ ৯৩ হাজার ১০০ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। তবে ভোলায় আমনের চাহিদা ৩ লাখ ৭৩ হাজার ৯১৮ টন। বাকি চাল জেলার বাইরে বিক্রি হচ্ছে।

এদিকে, জেলার চাইতে বেশি আমনের আবাদ হয়েছে চরফ্যাশন উপজেলায়। সেখানে এ বছর ৭০ হাজার ৩৩৪ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উপজেলার ২১টি ইউনিয়নের ৬৪টি ব্লকে এ ধানের আবাদ হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনতোষ সিকদার জানান, গত বছর চাহিদার পরেও উপজেলায় এক লাখ ৮০ মেট্রিক টন চাল উদ্বৃত ছিলো। এ বছরও অনেক ভালো ফলন হবে।

ভোলা সদরের চন্দ্র প্রসাদ গ্রামের কৃষাণী বিবি তহমিনা জানান, গত বছরের তুলনায় এ বছর আমনের ফলন অনেক ভালোর দিকে। এ বছর আমরা ২ কানি জমিতে আমনের আবাদ করেছি। ক্ষেতে কোনো পোকা-মাকড়ের আক্রমণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়