শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় র‌্যাব-পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার অর্ধশত

আর এইচ রফিক,বগুড়া : আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৮ নভেম্বর তারিখ নির্বাচন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বগুড়ায় র‌্যাব ও পুলিশের ব্যাপক তৎপরতা শুরু হয়েছে । ইতোমধ্যে গত ২৪ ঘন্টায় পুলিশের  অভিযানে বিভিন্ন অভিযোগে বিএনপি যুবদল ছাত্রদল ও শিবির নেতা সহ কমপক্ষে অর্ধশত জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বিএনপি যুবদল ও ছাত্রদল এ গ্রেফতার সংখ্যা আরো বেশি এমন দাবি করে বলেছে মঙ্গলবার রাতে শহর এবং বিভিন্ন স্থানে অধিকাংশ নেতা কর্মীদের বাড়ি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ ।

এদিকে দিনটিকে সামনে রেখে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোন অনাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় বগুড়ায় র‌্যাব বিশেষ তৎপরতা শুরু করেছে। ইতোমধ্যই বগুড়া র‌্যাব -১২ বিশেষ কোম্পানী শহর ও এর আশ পাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করা হয়েছে বলে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাকিবুল ইসলাম খান এ বিষয়ে জানান,  ‘নির্বাচন তফসিল ঘোষণাকে সামনে রেখে সার্বিক আইন শৃংখলা রক্ষাসহ জনসাধারণের জান ও মাল রক্ষার জন্য র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বিশৃঙ্খলাকারী যে কেউ হউক না কেন কোন ছাড় দেয়া হবে না। কঠোর হস্তে দমন করা হবে। সাদা পোশাকে স্পর্শকাতর স্থান সমূহে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’’

এদিকে কর্মকান্ডকে ঝালিয়ে নিতে ৭ নভেম্বর তারিখ থেকে র‌্যাব সদস্যরা শহরে ব্যাপক তৎপরতা শুরু করেছে। মটর সাইকেল এবং একাধিক টহল পিকআপের সমন্বয়ে গঠিত র‌্যাবের টহল দল শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে মহড়া শুরু করেছে । আগাম সতর্ক ব্যবস্থায় র‌্যাব বাসষ্ট্যান্ড ও ট্রেন স্টেশনে সন্তেহভাজন ব্যক্তিবর্গদের দেহ তল্লাশি চালিয়েছে।

এদিকে বগুড়া জেলা পুলিশ তাদের অভিযান বৃদ্ধি করার পাশাপশি গত ২৪ঘন্টায় জেলার বিভিন্নস্থান থেকে কমপক্ষে অর্ধশাতাধিক বিএনপি যুবদল ছাত্রদল ও শিবির নেতা কর্মীকে আটক করেছে বলে জানা গেছে । বগুড়া জেলা পুলিশের পক্ষে আনুষ্ঠানিক ভাবে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত না করা হলেও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গ্রেপ্তারি পরওয়ানা সহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের এই অভিযান জোরদার করা হবে এমন বিষয়টি তারা জানিয়েছেন ।

সংশ্লিষ্ট এক তথ্যমতে, শুধু মাত্র গত ২৪ ঘন্টায় বগুড়া সদর থানায় মোট গ্রেপ্তারের সংখ্যা -৩১জন এদের মধ্য ৯ যুবদল ছাত্রদল নেতা কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) এসএম বদিউজ্জাম। এছাড়াও ধুনটে -৪জন, সারিয়াকান্দিতে যুবদল ও শিবিরের সাধারণ সম্পাদক সহ ৪জন, দুপচাঁচিয়ায়-৪জন সোনাতলায়-১০জন নন্দিগ্রামে-৭জন ,আদমদীঘিতে-৪জন,শাহজাহানপুরে-৭জন, কাহালুতে-৩জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগন। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা শাখায় আটককৃতদের ব্যপারে জানানো হয়নি।

এদিকে পুলিশের এই গ্রেপ্তারি অভিযানে অধিকাংশ বিএনপি যুবদল ছাত্র দল ও জামাত শিবিবের নেতা কর্মীদের বাড়ি বাড়ি অভিযান অব্যাহত থাকায় শত শত নেতাকর্মী এখন গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে দলীয় সূত্রে অভিযোগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়