শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়াকে ছাড়পত্র দিতে বলেছে মেডিকেল বোর্ড

স্বপ্না চক্রবর্তী : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে ছাড়পত্র দিতে বলেছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। গত মঙ্গলবার চ্যানেল আই অনলাইনসহ কয়েকটি সংবাদ মাধ্যমে এমন সংবাদ প্রচার হওয়ার খবরে বিষ্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিএসএমএমইউ এর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হারুণ আমাদের অর্থনীতিকে বলেন, হাসপাতালের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বেগম খালেদা জিয়াকে কোনো ধরণের ছাড়পত্র দেওয়া হয় নি। ও সংবাদগুলো কেনো প্রচারিত হয়েছে আমাদের বোধগম্য নয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, চ্যানেল আই অনলাইনের এমন খবরে আমরা বিস্মিত। তারা কেনো এরকম একটি সংবাদ প্রকাশ করলো তা আমরা বুঝতে পারছি না। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এম এ জলিলও দেশের বাইরে আছেন। এমন অবস্থায় তারা কার কাছ থেকে তথ্য নিয়ে এই সংবাদ করেছেন আমরা জানি না। কবে নাগাদ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে সে বিষয়েও আমরা কেউ কিছু জানিনা।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি করার পর থেকে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের ততত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বেগম জিয়ার বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষাসহ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়