Skip to main content

নামাজ পড়লে গুনাহ ঝরে পড়ে

আমিন মুনশি : একদিন শীত সকালে বের হলেন রাসূল সা.। তখন গাছের পাতা ঝরছিল। তিনি একটি গাছের ডাল ধরলেন। ফলে এর পাতা আরো বেশি ঝরতে লাগল। তাঁর সাথে ছিলেন হযরত আবু যর রা.। তিনি বললেন, হে আবু যর! মুসলিম বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। (মুসনাদে আহমদ, হাদীস নং ২১৫৫৬) রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে এরূপ পাবন্দির সাথে আদায় করে, ওজু ও সময়ের এহতেমাম করে, রুকু সেজদা উত্তমরূপে আদায় করে এবং এইরূপ নামাজ আদায় করাকে নিজের উপর আল্লাহর হক মনে করে তবে জাহান্নামের আগুনের জন্য তাকে হারাম করে দেয়া হবে। (মুসনাদে আহমদ, হাদিস নং ১৮৩৭২) তাই আসুন, আমরা নামাজের মাধ্যমেই নিজেদের আত্মা ও দেহমন পরিশোধিত করে ফেলি।