শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একনেকে ৩০হাজার ২৩৫কোটি টাকা ব্যয়ে ২৮ প্রকল্প অনুমোদিত

সাইদ রিপন : নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ২৩৪ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে ২৪ হাজার ৮৫৪ কোটি ১৭ লাখ টাকা, সংশ্লিষ্ট সংস্থা দিবে ৫৩৯ কোটি ১৭ লাখ টাকা এবং বৈদেশিক সাহায্য হিসেবে ৪ হাজার ৮৪০ কোটি ৭৫ লাখ টাকা পাওয়া যাবে।

গতকাল শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলন করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, নেত্রকোনায় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। প্রকল্পটির জন্য ব্যয় হবে ২ হাজার ৬৩৭ কোটি টাকা।

জানুয়ারি ২০১৯ সাল থেকে ডিসেম্বর ২০২১ সালের মধ্যে এটি বাস্তবায়ন হবে। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩১০ কোটি টাকা। জানুয়ারি ২০১৯ সাল থেকে ডিসেম্বর ২০২১ সালে এটি বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মন্ত্রী বলেন, গত রবিবার একনেক সভায় ৩৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। দু’দিন পরই আজ আবার একনেকে ২৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তাই বলে এটাকে নির্বাচনী একনেক বলা যাবে না। কেননা অর্থবছরের এই সময়টাতে এমনিতেই প্রকল্প প্রক্রিয়াকরণ একটু বেশি হয়ে থাকে।

এ সময়টাকে বলা যায় প্রকল্পের মৌসুম। তবে অন্যান্য বছর যে সংখ্যক প্রকল্প প্রস্তুত হয়, তার চেয়ে এ বছর একটু বেশি স্পিডে প্রক্রিয়াকরণ হচ্ছে। সবাই বেশি করে কষ্ট করছেন। কারণ যদি নির্বাচনের সময়টাতে একনেক না হয় তাহলে এগুলো আবার পিছিয়ে যাবে।  আমরা কোন তাড়াহুড়ো করে প্রকল্প পাস করছিনা।

রোববার একনেকে ৪০টি প্রকল্প উপস্থাপন করা হলেও একটি অনুমোদন দেয়া হয়নি। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বলা হয়েছে। এর মধ্য দিয়েই বোঝা যায় প্রকল্পগুলো কতটা যাচাই-বাছাই করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়