শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির মতো শ্রমিক আন্দোলনও বাণিজ্যে পরিণত হয়েছে : মেনন

রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতির মতো শ্রমিক আন্দোলনও এখন বাণিজ্যে পরিণত হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের অসংখ্য ফেডারেশন থাকলেও তাদের পক্ষে দরকষাকষির করার মতো সে ধরণের সংগঠন ও নেতৃত্ব নেই।

বুধবার রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আবুল বাশারের অষ্টম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী সভার শুরুতে মহান অক্টোবর বিল্পবকে স্মরণ করে বলেন, গার্মেন্টসের মালিকদের সংগঠন বিজেএমইএ ওয়েজবোর্ডের সুপারিশে গার্মেন্টস শ্রমিকদের নিম্ন মজুরি নির্ধারণে তাদের বেসিক বেতন কমিয়ে দিতে সক্ষম হয়েছে। পাট কলের শ্রমিকদের মজুরি মাসের পর মাস বাকি আছে।

তিনি বলেন, এদেশের শ্রমিকদের অর্থনীতিবাদী আন্দোলনের গণ্ডি থেকে তাদেরকে রাজনীতির ময়দানে নিয়ে এসেছিলো। ঊনসত্তরের গণঅভূত্থানকালে চট্টগ্রামের শ্রমিকরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয়েছিলো। বর্তমানে এদেশের শ্রমিক আন্দোলনকে নতুন ধারায় শ্রমিকের স্বার্থ রক্ষার ধারায় পুনসংগঠিত করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নুরুল হাসান, মাহামুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সমদস্য শরীফ সমশির ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। সভা সঞ্চালনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান।

সম্পাদনা-শাহীন চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়