শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদ ২১৪ মিলিয়ন ইউরোয় কিনতে চেয়েছিল এমবাপেকে

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে পিএসজি কেনার আগেই কিলিয়ান এমবাপের দিকে হাত বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। এটা সবারই জানা। নতুন খবর হলো এই, তখনই ফরাসি বিস্ময়বালককে ২১৪ মিলিয়ন ইউরোয় কিনতে চেয়েছিল রিয়াল। এমবাপের তখনকার ক্লাব মোনাকোও তাকে রিয়ালের কাছে বেচতে রাজি হয়েছিল। কিন্তু বেঁকে বসেন স্বয়ং এমবাপে। রিয়ালের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি সিদ্ধান্ত নেন স্বদেশি ক্লাব পিএসজিতে যাওয়ার।

শেষ পর্যন্ত তার ইচ্ছাই পূরণ হয়েছে। মোনাকো থেকে পিএসজি তাকে দলে ভিড়িয়েছে ১৮০ মিলিয়ন ইউরোর চুক্তিতে। আইনী জটিলতা এড়াতে চুক্তিটা অবশ্য করা হয়েছে শর্তসাপেক্ষে। প্রথম মৌসুমের জন্য ধার চুক্তি দেখানো হয়। চুক্তিটা স্থায়ী হয়েছে এই মৌসুমে।

যাই হোক, এমবাপেকে রিয়ালের কাছে বেচলেও মোনাকো ঠিক ১৮০ মিলিয়ন ইউরোই পেত। রিয়ালকে বাকি ৩৪ মিলিয়ন ইউরো ঢালতে হতো আয়কর খাতে। সব মিলে ১৯ বছর বয়সী ফরাসি তরুণকে নিতে রিয়ালের খরচ হতো ২১৪ মিলিয়ন ইউরো। এই টাকা দিয়েই তাকে নিতে চেয়েছিল রিয়াল। কিন্তু এমবাপে বেঁকে বসায় রিয়ালের সেই আশা গুঁড়িয়ে যায়।

এতোদিন পর রিয়াল-মোনাকোর সেই গোপন আলোচনার তথ্যটা ফাস করল ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া দৈনিক লেকিপ। পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২১৪ মিলিয়ন ইউরো দিয়ে এমবাপেকে নিতে চেয়েছিল রিয়াল। রিয়ালে গেলে এমবাপের বার্ষিক বেতন হতো সেটা অবশ্য জানায়নি লেকিপ। তবে পিএসজিতে বর্তমানে এমবাপে কত টাকা বেতন পান, সেটা জানিয়েছে।

২০১৭ সালের আগস্টে চুক্তিপত্রে স্বাক্ষর করেই বোনাসমানি হিসেবে ৫ মিলিয়ন ইউরো পকেটে পুড়েন এমবাপে। চুক্তি অনুযায়ী প্রথম দুই মৌসুমে তার বার্ষিক বেতন ধরা হয়েছে আয়কর বাদেই ১০ মিলিয়ন ইউরো। এদিকে গণমাধ্যমের গুঞ্জন, এমবাপেকে নাকি দাবি করেছেন ব্যালন ডি’অর জিততে পারলে তার বার্ষিক বেতন ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ৩০ মিলিয়ন ইউরো করতে হবে।

কিন্তু গণমাধ্যমের এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এরকম কোনো আবদার এমবাপে করেননি। তবে পিএসজি এটা স্বীকার করেছে, ব্যালন ডি’অর জিততে পারলে এমবাপেকে বাড়তি ৫ লাখ ইউরো বোনাস হিসেবে দেওয়া হবে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়