Skip to main content

দূষিত বায়ু অটিজমের কারণ: গবেষণা

আসিফুজ্জামান পৃথিল : শিশুদের মানষিক বিকাশ বাঁধাগ্রস্থ হওয়ার পেছনে বায়ুদূষণের প্রভাব নিশ্চিত করেছেন গবেষকরা। জীবনের প্রথম ৫ বছর দূষিত বায়ুতে শ^াস নিলে কোন শিশুর অটিজমে আক্রন্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। সাংঘাইতে পরিচালিত এ গবেষণায় জানা গিয়েছে, শুধু জন্ম নেওয়া শিশু নয়, মাতৃগর্ভে থাকাি শশুর ওপর দূষিত বায়ুর কুপ্রভাব পড়ে। মোনাশ বিশ^বিদ্যালয়ের গণস্বাস্থ্য বিভাগের পরিচালিত এ গবেষণায় অংশ নেয় ১৫০০ শিশু। এ গবেষণার প্রধান ইয়াওমিন গুও বলেন, ‘এ গবেষণায় বায়ু দূষণের অত্যন্ত ক্ষতিকর প্রভাবগুলো পাওয়া গেছে। গবেষণাকালে আমরা জেনেছি সামান্য দূষিত বায়ুও শিশুর জন্য ক্ষতিকর। এর ফলে সময়ের আগে ভুমিষ্ট হওয়া, দেরিতে শেখার ক্ষমতা, হৃদরোগসহ, নানান শারিরিক সমস্যা দেখা দেয়।১০ মাইক্রোমিটার পর্যন্ত আকারের কনা, যা নি:শ^াসের সঙ্গে ফুসফুসে যায় সেগুলো সবই শরীরের জন্য ক্ষতিকর। এরমধ্যে রয়েছে সু´কণার কার্বন, সালফার অক্সাইড এবং জৈবযৌগ সমূহ। গবেষণায় বলা হয়েছে, বিশ^জুড়ে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতদিন ভাবা হতো এ ঘটনা পুরোটাই প্রাকৃতিক। তবে এ গবেষণা এ ধারণাকে ভুল প্রমান করলো। সায়েন্স অ্যালার্ট

অন্যান্য সংবাদ