শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৮, ১২:৫২ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৮, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ সফল হয়েছে : বজলুর রশীদ ফিরোজ

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ’র) কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ বাম গণতান্ত্রিক জোটের সংলাপ প্রসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ সফল হয়েছে। আমরা আশাবাদী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। আশা করি প্রধানমন্ত্রী সংলাপে যা বলেছেন তা কার্যকর করবেন। সংলাপে অংশগ্রহণকারী ফিরোজ এ কথা বলেন।

বাসদের কেন্দ্রীয় নেতা বলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সংলাপে বসার পর প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা আমার উপর বিশ্বাস রাখুন আমি কারো ভোট চুরি করব না। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবো। তিনি বলেন- জাতীয় সংসদ রেখে দিলে সংবিধানের ১২৩/৩-এর খ ধারায় ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে হয়। আর জাতীয় সংসদ ভেঙে দিলে সংবিধানের ১২৩/৩-এর খ ধারায় পরের ৯০দিনের মধ্যে নির্বাচন দিতে পারে।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন কার্যকর করার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭ দফা দাবি উপস্থাপন করেছি। এই দাবিগুলো হচ্ছে- নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করা, নির্বাচনে টাকার খেলা বন্ধ করা, জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, ‘না’ ভোটের বিধান চালু করা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও রাজনৈতিক সঙ্কট নিরসন করা।

সম্পাদনা-মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়