Skip to main content

দশ বছরেও গঠন হয়নি প্রাথমিক শিক্ষা বোর্ড

তরিকুল ইসলাম সুমন : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য 'প্রাথমিক শিক্ষা বোর্ড' নামে পৃথক একটি বোর্ড গঠনের উদ্যোগ নিলেও গত ১০ বছরেও তা বাস্তবায়ন হয়নি। গত আওয়ামী লীগ সরকারের শুরুতেই এধরণের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল বলে জানাগেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন বলেন, অর্থের অভাবে বোর্ড গঠন করা সম্ভব হয়নি। তারপরও সম্ভাব্য ব্যয় ও জনবল কাঠামোর খসড়া তৈরির জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে (ন্যাপ) দায়িত্ব দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে অবকাঠামোসহ এ বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনীতে সারাদেশে এ ২৮-৩০ লাখ পরীক্ষার্থী অংশ নিলেও এর জন্য কোনো শিক্ষা বোর্ড নেই। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে এ পরীক্ষার কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। ফলে প্রতি বছর সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রদানসহ পরীক্ষা-সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রমে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিনামূল্যের পাঠ্যবই বিতরণ ও প্রতিটি বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার টার্গেট অনুযায়ী ভর্তি কার্যক্রমে ব্যস্ত থাকেন। একই সময় এই পরীক্ষার কার্যক্রম পরিচালনায় তাদেও নানা সমস্যয়ি পড়তে হচ্ছে। এ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের জন্য উদ্যোগ নিয়েছিলেন। উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর দশমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে 'প্রাথমিক শিক্ষা সমাপনী' ও 'ইবতেদায়ি শিক্ষা সমাপনী’ পরীক্ষায় চলতি বছর অংশ নিচ্ছে ৩১ লাখ ৯৬ হাজার শিক্ষার্থী।

অন্যান্য সংবাদ