শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ১১:০৬ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেন ফোকসের অনন্য রেকর্ডে পর বিপদে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জার্সি গায়ে কখনোই মাঠে নামা হয়নি তার। মাত্রই ডাক পেয়েছেন। তাও সেটা আবার টেস্ট দলে। আর ডাক পেয়েই গড়ে ফেললেন অনন্য নজির। অভিষেকেই দলের ত্রানকর্তারূপে আবির্ভূত হওয়া দিন তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর সেঞ্চুরি তুলেই নাম লিখিয়েছেন ছোট্ট রেকর্ডবুকেও। এতোক্ষণ বলছিলাম ইংল্যান্ডের অভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসের কথা।

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে ১৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুকছিল, তখনই ক্রিজে আসেন অভিষিক্ত বেন ফোকস। আর এসেই উদ্ধার করলেন দলকে। স্যাম কুরানকে নিয়ে ৮৮ এবং আদিল রশিদকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন। আর যখন শেষ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরে গেলেন, তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১০৭ রান। তখন ইংল্যান্ডের স্কোরকার্ডে উঠেছে ৩৪২ রান।

এই ম্যাচে শতকের দেখা পাওয়ায় ছোট্ট একটি রেকর্ডবুকে নাম লিখিয়েছেন ফোকস। উইকেটরক্ষক হিসেবে অভিষেকেই শতক পাওয়া দ্বিতীয় ইংলিশ ব্যাটসম্যান তিনি। আর সারাবিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন তিনি। ইংল্যান্ডের ৩৪২ রানের জবাবে খেলতে নেমে বিপদে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা।

ঘরের মাঠে নিজেদের প্রথম ইনিংসে ২০৩ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। যদিও এই রান এসেছে লোয়ার অর্ডারের ব্যাটেই। চান্দিমাল ও ম্যাথুসের ব্যাট ছাড়া আর কারো ব্যাটেই রান আসেনি। লঙ্কান জার্সি গায়ে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন রঙ্গনা হেরাথ। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে অবশ্য একটি উইকেট শিকার করেছেন। ১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে নেমেছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়