শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টকে সুযোগ দিতেই টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ : নাঈমুল ইসলাম খান

জুয়েল খান : দৈনিক ‘আমাদের নতুন সময়’ এর সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, দন্ডপ্রাপ্ত খালেদা জিয়া নির্বাচন করবে আওয়ামী লীগ এই বিষয়টা মানবে না। তবে বিএনপি নির্বাচন করার জন্যই প্রস্তুত। তাই যতটা সম্ভব সরকারের কাছথেকে তাদের দাবিদাওয়াগুলো আদায় করতে চাইছে।

মঙ্গলবার রাতে ডিবিসি নিউজের এক আলোচনা তিনি একথা বলেন।

নাঈমুল ইসলাম খান বলেন, শেষ মুহুূর্তে হয়তো সরকার বিএনপিকে এমন একটা প্রস্তাব দেবে যে বিএনপি চাইলে বেশ কয়েকটি মন্ত্রনালয় পেতে পারে। আর প্রধানমন্ত্রী বিএনপিকে এই বিষয়গুলো ধাপে ধাপে দেবে। কারণ এখনই সরকার বিএনপির এই দাবিগুলো মেনে নিলে বিজয় মিছিল করবে বিএনপি আর সেটা হবে নির্বাচনের বিজয়ের মতো অর্জন।

তিনি বলেন, সরকার যে বিএনপির জন্য একটা সুযোগ তৈরি করছে তারই অংশ হিসাবে টেকনোকেন্ট কোটার মন্ত্রীদের পদত্যাগ করানো হয়েছে। তবে ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগের আলোচনায় ঐক্যফ্রন্টের সদস্য সংখ্যা ১১ জন না রেখে আরও ছোট পরিসরে আলোচনায় বসা উচিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে উৎতপ্ত করা না হয় তাহলে হয়তো খালেদা জিয়ার মুক্তির বিষয়টা ধাপে ধাপে বাস্তবায়স করা হবে। খালেদা জিয়া কিন্তু একঅর্থে জেলে নাই। খালেদা জিয়া এখন হাসপাতালে আছেন। তার মানে সরকার কিন্তু কিছুটা হলেও খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা শিথিল করেছে। এছাড়া তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে। তবে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না।

তিনি জানান, ঐক্যফ্রন্টে বিশেষঙ্গ দিয়ে আলোচনা করানোটা ঠিক হচ্ছে না। প্রধানমন্ত্রী জানেন না কিভাবে সংবিধানের মধ্যে থেকেই ঐক্যফ্রন্টের দাবি মানা সম্ভব বিষয়টা এমন নয়। বিষয়টা রাজনৈতিক তাই, রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে আন্তরিকতা দিয়ে।

তিনি আরও বলেন, আলোচনা যাই হোক আওয়ামী লীগ সংসদ নির্বাচনে পরাজিত হবে এমন কোনো আয়োজনে নিশ্চই রাজি হবেন না। তবে ৫ জানুয়ারির তুলনায় এবারের নির্বাচন অবশ্যই একটা পবিত্র নির্বাচন হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ট নির্বাচন হবে না। ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়