Skip to main content

দ্বিতীয় টেস্টেই দলে ফিরতে পারেন তামিম

স্পোর্টস ডেস্ক : সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেকটা ্একবারেই ভালো হয়নি। দেশের আর সাতটি ভেন্যুর অভিষেক ইতিহাস বজায় রেখে এই টেস্টেও হেরেছে টাইগাররা। তবে এই দলে ছিলেন না দলের দুই কা-ারী সাকিব ও তামিম। ঢাকা টেস্টেও পাওয়া যাবে না তাদের। তবে সুখবর দিলেন তামিম ইকবাল। ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই বাংলাদেশ দলে ফিরবেন ড্যাশিং এই ওপেনার। শুধু তাই না। হাতের ইনজুরি দ্রুত সেরে উঠলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা আছে তার। এছাড়াও তামিম জানিয়েছেন তার ওপেনিং সঙ্গী নিয়েও। তিন ফরম্যাটে দেশের সবোর্চ্চ রানের মালিক তামিম ইকবাল। গত এক যুগ বাংলাদেশ দল থেকে কখনোই পারফরমেন্সের কারণে বাদ পড়তে হয়নি। কিন্তু, এশিয়া কাপে ইনজুরির কারণে দলের বাইরে তিনি। তবে তামিমের অভাব অনেক ক্ষেত্রেই ফুটে উঠছে বারবার। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারে হারে টের পাওয়া গেছে। হাজারো সমর্থকের প্রশ্ন কবে ফিরবেন তামিম। ঠিক তখনই ‘সময় টেলিভিশনে’ দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফেরার কথা। তবে বাস্তবতা বলছে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ফেরাটা তামিমের জন্য খুবই কঠিন হবে। আশ্বস্ত হওয়ার খবর হলো। অপয়া ইনজুরি থেকে সেরে উঠতে ব্যাটের সাথে সন্ধি জমিয়ে তুলতে অনুশীলনে ফিরেছেন তামিম। সামনেই ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ। কাকে চান ওপেনিংয়ে সঙ্গী হিসেবে। তামিম বলছেন, ইমরুল, সৌম্য ও লিটনদের মাঝে যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে তা খুবই ইতিবাচক। তামিম অবশ্য কারও নাম স্পট করে না বললেও, ইমরুল, সৌম্য আর লিটন এই তিনজনের মধ্যে শেষ ১৫টি একদিনের ম্যাচের বিবেচনায় এগিয়ে আছেন ইমরুল কায়েস। সময়টিভি