Skip to main content

টেকনাফে এক মাদকব্যবসায়ী লাশ উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং পাহাড় সংলগ্ন ঢালা থেকে এক মাদক ব্যবসায়ীর পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান,৭নভেম্বর বুধবার ভোরে হোয়াইক্য পাহাড় সংলগ্ন ঢালাতে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জানা যায়- লাশটি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘড়িয়াপাড়া এলাকার মোবারক আলীর ছেলে আলী হোসেন ওরফে সোনা মিয়া(৪৮)। তিনি আরো জানান, সোনা মিয়া একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।লাশটি পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।