Skip to main content

ইয়েমেনের হুদায়দায় মৃত্যু ঝুঁকিতে ৫৯শিশু

ইয়েমেনের হুদায়দায় মৃত্যু ঝুঁকিতে ৫৯শিশু
আব্দুর রাজ্জাক : ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর হুদায়দায় সৌদি জোটের হামলায় জনজীবন বিপর্যস্ত প্রায়। গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্তত ৫৯টি শিশু হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। গত মঙ্গলবার এমন একটি উদ্বেগজনক তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফ জানায়, ইয়েমেনে মার্কিন সমর্থিত সৌদি জোট ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আসন্ন। দেশটির সরকারি বাহিনী ও সৌদি জোটের সৈন্যরা হুথিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর আগে যেসব এলাকায় অবস্থান নিয়েছে তাতে কয়েক লাখ সাধারণ মানুষ আটকা পড়েছে। লোহিত সাগরের তীরবর্তী হুদায়দার সমুদ্রবন্দর দিয়ে অধিকাংশ সহায়তা পৌঁছে। কিন্তু সৈন্যরা এই বন্দরটি কেন্দ্র করে যুদ্ধের প্রস্তুতি নেয়ায় শহরটির আল-থাওরা হাসপাতাল বিছিন্ন হয়ে পড়েছে। এতে করে হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের মধ্যে ৫৯টি শিশু চিকিৎসাভাবে মারা যেতে পারে যাদের অন্তত ২৫জন আইসিইউতে রয়েছে। এমনকি হুদায়দা থেকে ৫শ’ মিটার দূরবর্তী দক্ষিণাঞ্চলীয় এই হাসপাতালে থাকা রোগী ও চিকিৎসকরা ইতোধ্যেই বোমা হামলার বিকট শব্দ শুনতে পাচ্ছেন। আল-জাজিরা

অন্যান্য সংবাদ