শিরোনাম
◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত

স্পোর্টস ডেস্ক: ইডেনে অল্প রানের পুঁজি নিয়েও হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন ক্যারিবিয়ানরা। কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কার্যত উড়ে গেলেন কার্লোস ব্রেথওয়েট–দীনেশ রামদিনরা। সৌজন্যে রোহিত শর্মার ঝোড়ো শতরান। সেই সঙ্গে দুরন্ত বোলিং পারফরম্যান্স। জয় এল ৭১ রানের। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল টিম ইন্ডিয়া।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক। ভারত প্রথম উইকেটের জুটিতে তোলে ১২৩ রান। আরও একটা সেঞ্চুরি পার্টনারশিপ শিখর-রোহিতের। ৪১ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। এরপর ঋষভ পন্থও ফিরে যান মাত্র ৫ রান করে।

তবে, রোহিত ছিলেন নিজের মেজাজেই। ওয়ানডেতে ২০০ রান করার মতোই টি-টোয়েন্টিতে ১০০ রান। আর সেটাই অনায়াসে করে ফেললেন ভারতের তিনি। ঠিক যেন ছেলেখেলা করলেন ক্যারিবিয়ান বোলারদের নিয়ে। রোহিতের ৬১ বলে অপরাজিত ১১১ এবং কে এল রাহুলের ১৪ বলে অপরাজিত ২৬ রানের সৌজন্যে ২০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২ উইকেটে ১৯৫।

১৯৫ রান তাড়া করতে নেমে যেভাবে ব্যাটিং করতে হয়, তার ছিটেফোঁটারও দেখা মিলল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে। দলের ৭ রান থেকে শুরু হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকল। তাদের একজন ব্যাটসম্যানও ৩০ রানের গ-ি পেরোতে পারলেন না। সর্বোচ্চ রান ব্র‌্যাভোর (২৩)। এদিনও দুর্দান্ত বোলিং করলেন ভারতীয় বোলাররা। কুলদীপ, খলিল আহমেদ, ভুবনেশ্বর এবং জসপ্রীত বুমরাহ দু’টি করে উইকেট পেলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়