শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডানকে বিদায় করলেন এক আর্জেন্টাইন

প্রথম আলো : হিসেব সোজা। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখতে জিততে হবে মোহামেডানকে। আর শেখ জামাল ধানমন্ডির ড্র হলেই চলবে। আজ ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল শেখ জামাল। আর এতে বিদায় নিল মোহামেডান। এর আগে ২০১৬ সালে ফেড কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সাদা-কালোরা।

মোহামেডানকে টুর্নামেন্ট থেকে বিদায় করলেন লুসিয়ানো এমানুয়েল পেরেজ। এক গোলে পিছিয়ে থাকা ম্যাচে ধানমন্ডির দলকে সমতায় ফিরিয়ে মোহামেডানকে বিদায়ের রাস্তা দেখিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর দলকে এনে দিয়েছেন শেষ আটের টিকিট।

বসুন্ধরার বিপক্ষে ৫-২ গোলে হার দিয়ে মোহামেডানের মৌসুম শুরু। কিন্তু দ্বিতীয় ম্যাচে নোফেল স্পোর্টিংকে ২-০ গোলে উড়িয়ে টিকিয়ে রেখেছিল কোয়ার্টার ফাইনালে আশা।আজ ৩৩ মিনিটে ফ্রিকিক থেকে ল্যান্ডিংয়ের দুর্দান্ত গোলে এগিয়েও গিয়েছিল সাদা-কালোরা। প্রায় ৩০ গজ দূর থেকে বল জালে জড়িয়েছেন গাম্বিয়ান এই মিডফিল্ডার । কিন্তু লিডটা ধরে রাখতে পারেনি ক্রিস্টোফার কলিন্সের শিষ্যরা।

গাম্বিয়ান সলোমন কিং ও আর্জেন্টাইন পেরেজ জুটির সামনেই ভেঙে পড়ে ঐতিহ্যবাহীদের রক্ষণভাগ। ৪৮ মিনিটে ধানমন্ডির দলটি সমতায় ফিরেছে। অ্যাটাকিং থার্ডের ওপর থেকে সলোমন কিংয়ের আলতো চিপ নিয়ন্ত্রণে নিয়ে ভলিতে জালে জড়িয়েছেন মেসির দেশের স্ট্রাইকার পেরেজ। এর পরেও সমতায় ফেরার দারুণ সুযোগ এসেছিল মোহামেডানের সামনে। ৫৫ মিনিটে গোলের সহজ সুযোগ মিস করেছেন তকলিস। ডান প্রান্ত থেকে কাওসার আলি সাব্বির ক্রস জামাল গোলরক্ষক মোহাম্মদ নাঈম ফিস্ট করলে তকলিসের পায়ে পড়ে। কিন্তু গোলরক্ষক পড়ে থাকা অবস্থাতেও জাল খুঁজে নিতে পারেননি এই স্ট্রাইকার। কিছুটা সময় নিয়ে যখন শট নিলেও তুলে দিয়েছেন গোলরক্ষকের হাতে। তাই হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সাদা-কালোদের।

এই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে শেখ জামাল। গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়