শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:১৪ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি হত্যার আলামত বিনষ্টে দুই বিশেষজ্ঞ পাঠায় সৌদি আরব – তুর্কি দৈনিক

নূর মাজিদ : ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে ভিন্ন মতালম্বি সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যার আলামত নষ্ট করতে দুই বিশেষজ্ঞ পাঠায় সৌদি আরব। এই হত্যাকান্ডের ৯ দিন পরে সৌদি আরবের পাঠানো আনুষ্ঠানিক অনুসন্ধানী দলের সঙ্গে এই বিশেষজ্ঞরা আসেন। তাদের নাম আহমেদ আব্দুল আজিজ আল জোবানি এবং খালেদ ইয়াহিয়া আল জাহরানি। এদের মধ্যে জোবানি হলেন একজন রসায়ন বিশেষজ্ঞ এবং জাহরানি একজন টক্সিকোলজিস্ট বা এসিড বা অ¤¬ বিশেষজ্ঞ। তুর্কি সরকারের সমর্থনপুষ্ট দৈনিক সাবাহ পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এমন কথা জানায়। ইতোমধ্যেই তুর্কি গোয়েন্দারা জানিয়েছেন, খাসোগজির লাশ কেটে টুকরো টুকরো করে এসিডে গলিয়ে ফেলেছে সৌদি আরব। আর এই প্রক্রিয়া ত্বরান্বিত করতেই সৌদি আরব থেকে পাঠানো অনুসন্ধানী দলে এই দুই বিশেষজ্ঞকে পাঠানো হয়। অন্যদিকে, তুর্কি তদন্তকারী কর্মকর্তাদের নিজ কূটনীতিক মিশনে প্রবেশের অনুমতি দিতে টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে সৌদি আরব।

এদিকে ওপর একটি তুর্কি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দৈনিক সাবাহ জানিয়েছে, গত ২ অক্টোবর জামাল খাসোগজিকে হত্যার পরেই সৌদি কনস্যুলেটে স্থাপিত নিরাপত্তা ক্যামেরা খুলে ফেলার চেষ্টা করেন সৌদি কর্মকর্তারা। এমনকি তারা কনস্যুলেটের বাহিরে পুলিশ বুথের নিকটে স্থাপিত ক্যামেরাগুলোও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়