Skip to main content

সুপারবাগের কারণে প্রতিবছর ৩৩ হাজার মানুষের মারা যায় ইউরোপে

সুপারবাগের কারণে প্রতিবছর ৩৩ হাজার মানুষের মারা যায় ইউরোপে
নূর মাজিদ : অ্যান্টি -বায়োটিক প্রতিষেধক এবং ওষুধের প্রতিক্রিয়া সহনশীল সুপার ব্যাকটেরিয়া বা সুপারবাগের কল্যাণে প্রতিবছর ইউরোপে ৩৩ হাজার মানুষের প্রাণহানি হয়। ইউরোপের রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রন সংস্থা- ইসিডিসি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে সতর্ক করা হয়, অনেক ক্ষেত্রেই এসব সুপারবাগ ব্যাকটেরিয়া এইচআইভি, ফ্লু এবং যক্ষ্মা রোগের সমন্বিত প্রভাব রাখে। এই সকল অ্যান্টি-বায়োটিক ব্যাকটেরিয়ার আক্রমনে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বলেই সংস্থাটি প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন। ২০০৭ সাল থেকে সুপারবাগের আক্রমণে নিহতদের সংখ্যা পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই সময় থেকে বর্তমানে সুপারবাগ ইনফেকশনে আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা বেড়েছে বলেও তারা জানান। ২০০৭ সালে ২৫ হাজার মানুষ সুপারবাগের আক্রমণে মৃত্যুবরণ করতেন। ইসিডিসি গবেষণা প্রতিবেদন জানায়, বয়স্ক এবং শিশুদের জন্য সুপারবাগের আক্রমণে মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি। এদের মধ্যে গ্রীস এবং ইতালিতে সুপারবাগ সংক্রমণের শিকার হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। ডয়েচে ভেলে

অন্যান্য সংবাদ