শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেক জায়ান্টদের ওপর নতুন শুল্কারোপের দাবি ফ্রান্সের

নূর মাজিদ : বিশ্ববাজারে তথ্যপ্রযুক্তি ব্যবসার জায়ান্টখ্যাত প্রতিষ্ঠান গুগুল, অ্যাপল, ফেসবুক এবং অ্যামাজনের ওপর চলতি বছরেই ইউরোপিয় ইউনিয়নের নতুন শুল্কারোপের দাবি করেছে ফ্রান্স। ফরাসি সরকার জানায়, এই বিষয়ে তারা ইইউ-য়ের ওপর তাদের চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। গতকাল মঙ্গলবার ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার এমন কথা বলেন। মন্ত্রী বলেন, চলতি বছর শেষ হওয়ার পূর্বেই এই প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে নির্ধারিত শুল্কনীতি কার্যকর করা হোক, এটাই তারা দেখতে চান। আগামী বসন্তে ইইউ সাধারণ নির্বাচনে ভোটারদের মাঝে এই ইস্যুতে বাড়তি সমর্থন পেতে পারে ফ্রান্স। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করনীতি কার্যকর করা নিয়ে সংস্থাটির সদস্যদেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে শুল্কারোপের এমন প্রস্তাবের সমালোচক দেশগুলো বলছে, এতে এই খাতে উদ্ভাবনী শক্তিকে নিরুৎসাহিত করা হবে। এই নিয়ে তারা ইইউ পার্লামেন্টে এমন করনীতি বাস্তবায়নের ক্ষেত্রে সময়ক্ষেপণ করছে।

তবে এই বিষয়ে ফ্রান্সের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন ফরাসি অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা এই করনীতির সমালোচনাগুলো ভালোভাবেই জানি। এই সমস্যাগুলোর সমাধানে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। এগুলো স¤পূর্ণ কারিগরি ইস্যু এবং এর রাজনীতিকরণ করা উচিৎ নয়।’এই বিষয়ে সঠিক সমাধান অনুসন্ধানে তিনি জার্মান সরকারের সঙ্গে একযোগে কাজ করবেন বলেও জানান তিনি। সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়