শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরে জার্মান শিল্পের অর্ডার দশমিক ৩ শতাংশ বেড়েছে

নূর মাজিদ : গত সেপ্টেম্বরের শেষে জার্মান শিল্পখাতের কো¤পানিগুলোর পণ্যের ক্রয়চাহিদা বা অর্ডারের পরিমাণ আংশিক বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ দশমিক ৩ শতাংশ। ইতোপূর্বে আগস্ট মাসেও দেশটির শিল্পপন্যের অগ্রিম ক্রয়াদেশ বৃদ্ধি পায়। গতকাল মঙ্গলবার দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানায়। প্রতিবেদনে প্রকাশ, জার্মান কো¤পানিগুলো আগস্ট মাসের চাইতেও দশমিক ৩ শতাংশ ক্রয়াদেশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। তবে দেশটির প্রভাবশালী ফ্যাক্টসেট অর্থসূচকের পূর্বাভাষে আশংকা করা হয়েছিল, সেপ্টেম্বর মাসে জার্মান শিল্পপন্যের ক্রয়াদেশ দশমিক ৫ শতাংশ কম হবে। তবে এমন আশঙ্কাকে অমূলক বলে প্রমাণ করেছে সেপ্টেম্বর মাসে জার্মান শিল্পপণ্যের চাহিদা। মূলত বাণিজ্যযুদ্ধের ফলে চীনে ভারী যন্ত্রপাতি ও শিল্পকারখানায় ব্যবহৃত জেনারেটর এবং ইঞ্জিনের ক্রয়চাহিদা কমবে- এমন আশংকা মাথায় রেখেই ওই পূর্বাভাষ দেয়া হয়।

এদিকে ইউরোপের প্রধানতম অর্থনীতির এমন শিল্পপ্রবৃদ্ধির দিকে গভীর দৃষ্টি রাখছেন অর্থনীতিবিদেরা। চলতি বছর যুক্তরাষ্ট্র-জার্মান বাণিজ্য ইস্যুতে সৃষ্ট উত্তেজনায় প্রতিমাসেই দেশটির শিল্পখাতের ক্রয়াদেশ অনিয়মিত প্রবৃদ্ধির মুখোমুখি হয়। তবে সাম্প্রতিক শিল্পচাহিদা বৃদ্ধিকে সুখবর বলেই মনে করেন জার্মান অর্থনীতিবিদ কারস্টেন ব্রেজেস্কি। তিনি বলেন, ‘শিল্পপণ্যের ক্রয়াদেশ বৃদ্ধি আমাদের সকলের জন্যই স্বস্তির কারণ, বিশেষ করে এই হতাশ করে দেবার মতো বৈশ্বিক অর্থনৈতিক উত্তেজনার পরিবেশে এমন প্রবৃদ্ধিকে আমরা সকলেই স্বাগত জানাই।’ এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়