Skip to main content

২য় দফা সংলাপে যাবেন ঐক্যফ্রন্টের ১১ জন

সাব্বির আহমেদ : আগামীকাল ২য় দফা সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জনের একটি প্রতিনিধি দল গণভবনে যাবেন। এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১ নভেম্বর ২০ সদস্যদের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করে। মঙ্গলবার ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে ১১ জনের তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠকটি ড. কামাল ‌হো‌সেনের চেম্বার মতিঝিলে অনুষ্ঠিত হয়। কামাল হোসেনের নেতৃত্বে ১১ সদস্যের অন্যরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. ‌মোশাররফ হো‌সেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব, দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন,গণফোরামের সাধারণ সম্পাদক ‌মোস্তফা মহ‌সিন মন্টু, দলের কার্যকরী সভাপতি এডভোকেট সুব্রত ‌চৌধু‌রী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, দলের উপদেষ্টা এস এম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর। বুধবার বেলা সাড়ে এগারোটায় ওই সংলাপ অনুষ্ঠিত হবে।

অন্যান্য সংবাদ