Skip to main content

৮৮৮ টাকায় ৩টি পিজা দিচ্ছে সবাড়ো

নিজস্ব প্রতিবেদক :  ১২ ইঞ্চি পিজার পর এবার ৮ ইঞ্চি পিজার বাজারে আনল আমেরিকান পিজা চেইন সবাড়ো বাংলাদেশ। ফলে এখন আরও সাশ্রয়ীমূল্যে পিজা কিনতে পারবেন ভোক্তারা। এদিকে নতুন ৮ ইঞ্চি পিজা চালু উপলক্ষে ৮৮৮ টাকায় ৩টি পিজা খাওয়ার সুযোগ দিচ্ছে সবাড়ো বাংলাদেশ। ১৭ নভেম্বর ২০১৮ পর্যন্ত গুলশান, বেইলি রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এবং খিলগাঁও শাখায় এই সুবিধা নিতে পারবেন ভোক্তারা। উল্লেখ্য, ২০১৫ সালে খান বাহাদুর গ্রুপের হাত ধরে বাংলাদেশে আমেরিকান পিজা চেইন সবাড়োর যাত্রা শুরু হয় এবং ২০১৭ সালে একযুগে রাজধানীর ৮টি জায়গায় নতুন আউটলেট চালু হয়।