শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ দফা বুঝতে চান না নেতাকর্মীরা, চান খালেদার মুক্তি

সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা মঞ্চের সামনে চারটি বিশাল আকৃতির ব্যানার। চারটির তিনটিতেই বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে। আরেকটি দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের দেশে ফেরানোর আর্তি জানিয়ে। সমাবেশের আয়োজক ঐক্যফ্রন্ট হলেও জোটের সমন্বিত কোনও ব্যানার কিংবা ফেস্টুন চোখে পড়েনি।

মঙ্গলবার বেলা সাড়ে বারোটা। সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যেই জড়ো হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। সবাই মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন কারাবন্দি খালেদার মুক্তি চেয়ে। এখনও নানা জায়গা থেকে দফায় দফায় মিছিল নিয়ে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা সভায় আসেন। মাথায় লাল সবুজের ক্যাপ। ক্যাপে লিখা ছিল খালেদা জিয়ার মুক্তি চাই।

মঞ্চ এ অনানুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয় বারোটায়। তখন বিএনপি মধ্যম সারির একাধিক নেতা সভায় এসে পৌঁছান। মঞ্চ এ দলীয় সঙ্গীত পরিবেশনাসহ নানা ধরনের সরকারবিরোধী ব্যঙ্গাত্মক গান পরিবেশ হয়।

সমাবেশে অনেক নারীদের উপস্থিতিও দেখা গেছে। যারা অধিকাংশই মহিলা দলের। তারাও খালেদা জিয়ার মুক্তিতে স্লোগান দিয়েছেন। বলছেন, আর কোনও তালবাহানা চলবে না। গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার মুক্তি চাই।

ঢাকার বাইরে থেকে আসা অনেক নেতাকর্মীর কথা বলে জানা গেছে, তারা জানেন এটা বিএনপিরই জনসভা। তাই তারা সভায় খালেদা জিয়ার মুক্তিতে স্লোগান দিয়েছেন। ঐক্যফ্রন্টের ঘোষিত সাত দফা নিয়ে এতো মাথা ব্যথা নেই। তারেক রহমান ও খালেদা জিয়ার কথাই তাদের মুখে শোভা পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়