Skip to main content

টেকনাফে বিদ্যুৎপৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

ফরহাদ আমিন,টেকনাফ: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরার রোহিঙ্গা ক্যাম্পে কর্তনকৃত গাছের পরিত্যক্ত ডালপালা  (জ্বালানী কাঠ) খুঁজতে গিয়ে বৈদ্যুতিক শর্টে মোক্তার আহমদ (১৮) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। সে জাদিমোরা বি-ব্লকের আব্দুল শুক্কুরের ছেলে। ৬ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ জাদিমোরা আব্দুল মোনাফ কোম্পানীর মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। জানা যায়,গতকাল বিকালে গাছের ডালপালা কাটা হয়। অসাবধানতাবশত গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। এ সময় পুকুর হতে গাছের ডাল তুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এই দুঘর্টনার খবর পেয়ে টেকনাফ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সাথে আলোচনা স্বাপেক্ষে দাফনের অনুমতি দেয়।

অন্যান্য সংবাদ