শিরোনাম

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডানকে বিদায় করে শেষ আটে শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক : ফেড কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে জয় দরকার ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। শেখ জামালের বিরুদ্ধে মাঠে নেমে এগিয়ে গিয়ে সম্ভাবনাও জাগিয়েছিল দলটি। কিন্তু পরে ঘুরে দাঁড়িয়ে ড্র করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে মোহামেডানের বিদায় ঘণ্টা বাজিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে গ্রুপের রানার্সআপ হয়েছে শেখ জামাল।

প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করে বসুন্ধরা কিংস তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে শেখ জামালের সমান ৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (+৩) এগিয়ে গ্রুপ সেরা হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠেছে। তিন ম্যাচ একটি করে জয়, হার ও ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ছিটকে গেলো মোহামেডান।

ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম ভালো সুযোগটি পায় শেখ জামাল। দৌড়ে এসে সলোমন কিংয়ের শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে মোহামেডানের ত্রাতা গোলরক্ষক সারোয়ার জাহান।

তিন মিনিট পর গাম্বিয়ার মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো ফ্রি কিকে লক্ষ্যভেদ করলে এগিয়ে থেকে বিরতিতে যায় ২০০৯ সালে সর্বশেষ ফেডারেশন কাপ জেতা মোহামেডান।

দ্বিতীয়ার্ধের শুরুতে লুসিয়ানো এমানুয়েল পেরেসের শট জালে জড়ালে সমতায় ফেরে প্রতিযোগিতার ২০১৫ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বলটি বাড়িয়েছিলেন গাম্বিয়ার ফরোয়ার্ড কিং। যোগ করা সময়ে পেরেসের কাট ব্যাক থেকে পাওয়া বল কিং উড়িয়ে মারলে জয়সূচক গোল পায়নি শেখ জামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়