Skip to main content

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছেন বাম জোটের নেতৃবৃন্দ

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী সঙ্গে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় সংলাপে বসছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ । মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন। বাসদ সাধারণ সম্পাদক বলেন, মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠকে গণতান্ত্রিক বাম জোটের নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করা, জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও রাজনৈতিক সঙ্কট নিরসন করতে এ সংলাপে বসছেন বাম গণতান্ত্রিক জোঠের নেতৃবৃন্দ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বাম গণতান্ত্রিক জোটের যেসব নেতৃবৃন্দ থাকবেন তারা হলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী’র) কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।

অন্যান্য সংবাদ