Skip to main content

বিদায় ম্যাচে হেরাথের অন্যরকম সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: ১৯ বছর আগে টেস্ট ক্যারিয়ারের শুরু করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। সেবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল তার। এবার সেই গলেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলে ক্যারিয়ারের ইতি টানবেন লঙ্কান এই স্পিন গ্রেট। এরই মধ্যে গলে খেলতে নেমে অন্যরকম এক সেঞ্চুরি করে ফেলেছেন হেরাথ। মঙ্গলবার (৬ নভেম্বর) গল টেস্ট দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছে লঙ্কানরা। এই সিরিজের প্রথম ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন বলে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন হেরাথ। আগে ব্যাট করছে ইংলিশরা। সফরকারী অধিনায়ক জো রুটকে ম্যাচের ১৭তম ওভারে বোল্ড করেন হেরাথ। তাতেই ঢুকে যান নির্দিষ্ট কোনো ভেন্যুতে ১০০ উইকেট তুলে নেওয়ার রেকর্ডে। গল স্টেডিয়ামে হেরাথের উইকেট সংখ্যা গিয়ে দাঁড়ায় শতকে। এর আগে এমন কীর্তি গড়েছিলেন আরেক লঙ্কান গ্রেট স্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসর। সাদা পোশাকের সর্বোচ্চ উইকেট শিকারি মুরালিধরন তিনটি আলাদা স্টেডিয়ামে টেস্ট ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে আছে কলম্বোর সিংহলিজ স্টেডিয়াম, ক্যান্ডির আসগিরিয়া স্টেডিয়াম এবং গল আন্তর্জাতিক স্টেডিয়াম। আর ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সাদা পোশাকে ১০০ উইকেট পেয়েছিলেন। গল স্টেডিয়ামে জো রুটকে ফেরানোর মধ্যদিয়ে ক্রিকেটের তৃতীয় কোনো বোলার হিসেবে নির্দিষ্ট কোনো ভেন্যুতে একশ উইকেটের মালিক হলেন হেরাথ। টেস্টে রুটের উইকেটটি নেওয়ার মধ্যদিয়ে এই লঙ্কান স্পিনারের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১টি। টেস্ট ক্যারিয়ারের অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে এক ইনিংসে ৪টি উইকেট নেন হেরাথ। সেখান থেকেই শুরু। এখন পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে সবমিলিয়ে খেলছেন ৯৩টি ম্যাচ। এ রিপোর্ট লেখা অবধি ১৬৯ ইনিংসে বল হাতে ৪৩১ উইকেট শিকার করেছেন টেস্ট ইতিহাসে সফলতম এই স্পিনার। টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতে আছেন ১০ নম্বরে। ক্যারিয়ারের শেষ এই টেস্টে আর মাত্র ১টি উইকেট পেলেই কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে যাবেন হেরাথ। সব মিলিয়ে ৫ উইকেট পেলে ছাড়িয়ে যাবেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড ও ভারতের কিংবদন্তি কপিল দেবকে। হেরাথ গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইতিহাস শুরুর পর এবার বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সেই চেনা ভেন্যুকেই।