শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে অঙ্গীকার সম্মিলিত সাংস্কৃতিক জোটের

জাফরুল অালম : মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষে অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ করার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ জোট দেশব্যাপী তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট অায়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুস এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সভাপতি কয়েকটি লিখিত দাবি পেশ করেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য- নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করণে মন্ত্রী, এমপিদের কোন ধরনের সুযোগ সুবিধা দেয়া যাবে না; মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এবং এসব অপরাধে দন্ডিত অভিযুক্ত ব্যক্তিসহ পোষ্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণা; নির্বাচনে দলীয় স্বার্থে ধর্মের ব্যবহার নিষিদ্ধ ; কালো টাকা ও পেশিশক্তির প্রতিরোধ করতে হবে।

দাবিগুলি শুধুমাত্র সরকারের কাছে কি না- এমন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, অামাদের দাবিগুলি শুধু সরকার বা নির্বাচন কমিশনের কাছেই নয়, সকল জনগণের কাছেই এ দাবি। ঐক্যফ্রন্ট প্রসঙ্গে তারা বলেন, রাজনীতিতে চলছে অন্যরকম সমীকরণ। সেটা হচ্ছে- 'শত্রু অামার বন্ধু'। তবে এসব জোট বেশিদিন টিকবে না।

তারা বলেন, জনগণ তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে যারা মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুদ্ধাপরাধীদের বিচার করেছে। বিভিন্ন সময় বিভিন্ন দলের দৌঁড়ঝাঁপ দেখছি কিন্তু এসবে কাজ হবে না। জনগণ সঠিক দলকে ভোট দিয়েই একদশ সংসদ নির্বাচনে বিজয়ে করবে।

তারা অারও বলেন, এই সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে এবং এখনো প্রক্রিয়াধীন। তাই জনগণ কখনোই সঠিক দলকে ভোট দিতে ভুল করবেন না।

বক্তারা অাগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্বাচিত করতে দেশবাসীর কাছেও অনুরোধ করেন। তারা অাশা প্রকাশ করেন এবারের সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

গোলাম কুদ্দুসের সভাপতিত্বে অায়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান অারিফ, ফকির অালমগীর, নাসির উদ্দিন ইউসুফ, অাহকাম উল্লাহ্, অাহমেদ গিয়াস, হানিফ খান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়