Skip to main content

ওয়েঙ্গার এসি মিলানের কোচ হচ্ছেন!

স্পোর্টস ডেস্ক : গত মৌসুম শেষে আর্সেনালের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আর্সেন ওয়েঙ্গার। এরপর নতুন করে কোনো ক্লাবের দায়িত্ব এখনো নেননি। তবে ফরাসি গণমাধ্যমের যা খবর, তাতে খুব বেশি দিন হয়তো আর বেকার ঘুরে বেড়াতে হবে না ৬৯ বছর বয়সী এই ফরাসিকে। শিগগিরই তার কাঁধে উঠতে পারে এসি মিলানের প্রধান কোচের দায়িত্ব। ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ফুটবল সমায়িকী ফ্রান্স ফুটবলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসি মিলানের কোচ হতে যাচ্ছেন ওয়েঙ্গার। ফ্রান্স ফুটবল জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কথা-বার্তা প্রায় পাক্কা। যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে চুক্তিটা করে ওয়েঙ্গার হয়ে যেতে পারেন মিলানের কোচ। গত বছরের নভেম্বর থেকে মিলানের প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন জেনারো গাত্তুসো। কিন্তু ইতালির এই কিংবদন্তি ডিফেন্ডারের অধীনে এ মৌসুমটা ভালো যাচ্ছে না মিলানের। ইতালিয়ান সিরি আ’তে বর্তমানে মিলানের অবস্থান পয়েন্ট তালিকার ৪ নম্বরে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২১। তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা জুভেন্টাস। ব্যর্থতার কানাগলি থেকে দলকে সাফল্যের পথে ফেরাতেই অভিজ্ঞ ওয়েঙ্গারের স্মরণাপন্ন হয়েছেন মিলানের কর্তারা। ফ্রান্স ফুটবল জানিয়েছে, ওয়েঙ্গার প্রধান কোচ হলে বর্তমান কোচ গাত্তুসো হবেন তার সহকারী। দীর্ঘ ২২ বছর আর্সেনালের ডাগআউট সামলেছেন ওয়েঙ্গার। তিনি হয়ে উঠেছিলেন আর্সেনালের প্রতীক। কিন্তু দিল দিনের পর দিন শিরোপা সাফল্য না পাওয়ায় শেষ পর্যন্ত সমর্থকদের চাপের মুখেই আর্সেনালের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েঙ্গার। তবে দল শিরোপা সাফল্য তেমন না পেলেও কোচিং দক্ষতায় ওয়েঙ্গার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিহাসের অন্যতম সেরা কোচদের তালিকায়। এবার তার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে মিলান। সেই লক্ষ্যেই মিলঅনের পক্ষ থেকে ওয়েঙ্গারের সঙ্গে আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক লিওনার্দো। এই ব্রাজিলিয়ান প্রাপ্প দায়িত্বটাকে সাফল্যে রূপ দেওয়ার দ্বারপ্রান্তেই বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল। -ইয়াহু স্পোর্টস