Skip to main content

ফ্রান্সে ভবন ধ্বস

মাহাদী আহমেদ : ফ্রান্সের দক্ষিন উপকূলবর্তী শহর মার্সেইলে সোমবার দু’টি আবাসিক ভবন ধ্বসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন ব্যক্তি আহত হয়েছে বলে শহরটির কর্তৃপক্ষ ও অগ্নিণির্বাপক বাহিনী জানিয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় লোকজনকে ধ্বসে পড়া ভবন দু’টির নিকট দিয়ে চলাচল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়াও ভবন দু’টির ধ্বংসস্তুপের নিচে কোনও ব্যক্তি আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকারী বাহিনী অভিযান পরিচালনা করছে। ধ্বসে পড়া ভবন দু’টির একটি ৫ ও আরেকটি ৬ তলা বিশিষ্ট। মার্সেইল শহরের মেয়র সাবিন বার্নেসকোনি জানান, ধ্বসে পড়া ভবন দু’টি বেশ পুরনো ও জীর্ণশীর্ণ অবস্থায় ছিলো। বসবাসের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন দু’টির বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিলো। - ফক্স নিউজ, এপি

অন্যান্য সংবাদ