শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীরে একটানা তুষারপাতে বিপর্যস্ত জনজীবন

মাহাদী আহমেদ : তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু ও কাশ্মীরের জনজীবন। ভারতের জম্মু ও কাশ্মীরে একটানা চলছে তুষারপাত। ভারি তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জম্মু ও কাশ্মীরের জনজীবন। তুষারপাতের ফলে গতকাল শনিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপত্যকা।

তুষার জমে গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। তুষারে চাপা পড়েছে উপত্যকার অন্যতম অর্থকরী ফসল আপেল বাগান। তুষারে নষ্ট হয়ে গেছে আনুমানিক কয়েক লাখ রুপির আপেল।

এদিকে শনিবার থেকে টানা বিদ্যুৎ না থাকায় সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ না থাকার ফলে ছাত্রছাত্রীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেয় শনিবার। উপত্যকার বিভিন্ন হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে সমস্যায় পড়েন চিকিৎসক থেকে রোগী সবাই। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অফিস, দোকানপাট অন্ধকারে ডুবে রয়েছে। বিদ্যুৎ না থাকার জম্মু ও কাশ্মীরের বিমানবন্দরেও ব্যাহত হচ্ছে পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট।

জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়, গোটা উপত্যকায় বিদ্যুতের লাইন মেরামত করে বিদ্যুত পরিষেবা স্বাভাবিক করতে প্রায় সাত হাজার বিদ্যুতকর্মী কাজ করছে। আজ রোববার রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রোববার সকালেও জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলে প্রবল তুষারপাত হয়েছে। তুষার জমে বন্ধ হয়ে গেছে জম্মু-শ্রীনগরের গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। সড়কটি যান চলাচলের উপযোগী করার জন্য কাজ চলছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত দুই দশকের মধ্যে এই নিয়ে চতুর্থবার এমন তুষারপাত ঘটল উপত্যকায়। শেষ এমন তুষারপাত হয় ২০০৯ সালে। - টাইমস অব ইন্ডিয়া, এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়