শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৮, ০৪:৪০ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৮, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ সমর্থন সফটব্যাংক প্রেসিডেন্টের

নূর মাজিদ : সফট ব্যাংক কর্পোরেশনের প্রধান নির্বাহী মাসায়োশি সন ভিন্নমতালম্বি সৌদি সাংবাদিক জামাল খাসোগজি হত্যার নিন্দা করলেও তার প্রতিষ্ঠানে দেশটির সরকারি বিনিয়োগকে সমর্থন করেছেন। গতকাল সোমবার সফট ব্যাংকের চলতি প্রান্তিকের আয় ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। তুরস্কের সৌদি মিশনে নিহত সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকান্ডের বিষয়ে আনুষ্ঠানিক সহানুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সংবাদপত্র এবং সাংবাদিকতার স্বাধীনতায় তিনি (খাসোগজি) ছিলেন একজন নিবেদিতপ্রাণ মানুষ। এটি নিঃসন্দেহে একটি ঘৃণ্য কাজ। তবে এই নিয়ে আমরা ভবিষ্যৎ থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনা।’ এই সময় তিনি আরও বলেন, প্রযুক্তিখাতের শীর্ষ বিনিয়োগ তহবিলের অনেক মূলধন এসেছে সৌদি আরবের কাছ থেকেই। এই ক্ষেত্রে দেশটির বিনিয়োগ ফিরিয়ে দেয়া উচিৎ নয়, বলেই মনে করেন তিনি।

ইতোপূর্বে সৌদি আরব সফটব্যাংকে সাড়ে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করে বলে জানিয়েছে বিশ্ব গণমাধ্যম। এরপরে গত সেপ্টেম্বরে তহবিলটিতে আরও সাড়ে হাজার কোটি ডলারের বিনিয়োগ করার ঘোষণা দেয় সৌদি আরব। ফলে সফটব্যাংকের ১০ হাজার কোটি ডলারের বিনিয়োগ তহবিলের ৯০ শতাংশই গঠিত হয়েছে সৌদি অর্থায়নে। গণমাধ্যমসূত্রে প্রকাশ জামাল খাসোগজিকে হত্যার নির্দেশদাতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি মাসায়োশি সন। গতকাল জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সফট ব্যাংক ৫৪ হাজার ২৬০ কোটি ইয়েন বা ৪৮০ কোটি মার্কিন ডলার মুনাফা ঘোষণা করেছে। সিয়াটল টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়