শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে দুই কোটি টাকার সোনার বার জব্দ

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কোটি ৩২লাখ ৬০হাজার টাকা মূল্যের ৪কেজি ৬৫২ গ্রাম ওজনের সোনান বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফর।

সোমবার সন্ধ্যায় ব্যাংকক থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, গোপন তথ্য ছিল ব্যাংকক তেকে আসা একটি ফ্লাইটে সোনা চোরা চালান হবে। তবে কোন যাত্রীর কাছে পাওয়া যাবে তার সঠিক তথ্য ছিল না।

পরে শুল্ক গোয়েন্দার দল বিমানবন্দরের বোর্ডি ব্রীজসহ গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা ২০মিনিটে ব্যাংকক থেকে ইএ-০৮৯ ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে ২৫/অ নম্বর সিট থেকে ৪০টি সোনার বার উদ্ধারের পর জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৫২গ্রাম। মূল্য প্রায় ২কোটি ৩২লাখ ৬০হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়