Skip to main content

৩ মাসে শেয়ারবাজার থেকে রাজস্ব আয় কমেছে সাড়ে ২৭ শতাংশ

৩ মাসে শেয়ারবাজার থেকে রাজস্ব আয় কমেছে সাড়ে ২৭ শতাংশ
ফয়সাল মেহেদী : মন্দার বৃত্তে আটকে আছে দেশের শেয়ারবাজার। দরপতনের পাশাপাশি কমছে লেনদেনের পরিমাণ। এতে শেয়ারবাজার থেকে সরকারের রাজস্ব আয় কমে যাচ্ছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত তিন মাসে শেয়ারবাজার থেকে সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ২৭ শতাংশ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত তিন মাসে (আগস্ট-অক্টোবর) ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয় ৭৭ কোটি ১০ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ১০৬ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় কমেছে ২৯ কোটি ৩০ লাখ টাকা বা ২৭ দশমিক ৫৪ শতাংশ। অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, লেনদেনে গতি না থাকায় এ খাত থেকে রাজস্ব আয় হারাচ্ছে সরকার। শেয়ারবাজার চাঙা থাকলে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। সরকারের উচিৎ এ বিষয়ে বিশেষ নজর দেওয়া। তথ্যমতে, চলতি বছরের অক্টোবর মাসে ডিএসইতে দৈনন্দিন গড় লেনদেন হয়েছে ৫১৮ কোটি টাকা। যা এর আগের মাসের তুলনায় ৩০ শতাংশ কম। এতে এই শেয়ারবাজার থেকে আলোচ্য মাসে সরকারের রাজস্ব আয় হয় ১৮ কোটি ৯০ লাখ টাকা। যা আগের মাসের তুলনায় ১২ শতাংশ কম। এর আগের মাস সেপ্টেম্বরে দৈনন্দিন গড় লেনদেন হয় ৭৪০ কোটি টাকা। এর বিপরীতে সরকারের রাজস্ব আয় হয় ২১ কোটি ৫০ লাখ টাকা। এদিকে ২০১১-১২ অর্থবছরে সরকার ডিএসই থেকে ২৭২ কোটি টাকার রাজস্ব আয় করে। আর ২০১২-১৩ অর্থবছরে ১২৭ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ১৫৪ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১৭৪ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ২৪৬ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে ২৩৩ কোটি টাকা রাজস্ব আহরণ করে সরকার।

অন্যান্য সংবাদ