Skip to main content

শেরপুরে বি.এনপি নেতার আওয়ামীলীগে যোগদান

তপু হারুন, শেরপুর : শেরপুরের গনমানুষের নেতা এবং উন্নয়নের রুপকার হুইপ আতিউর রহমান আতিক ভাই । তিনি সোমবার বিকেলে শেরপুর জেলা সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভায়, একই ইউনিয়নের বি.এন পির ২ বারের সাবেক চেয়ারম্যান ও বি.এন প‘র আহবায়ক মোশারফ হোসেন দুলাল -আওয়ামীলীগের জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি মহোদয়ের হাতে ফুল দিয়ে দুলাল আওয়ামী লীগে যোগদান করেন। এসময় জেলা, ও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য সংবাদ