Skip to main content

নারায়ণগঞ্জে বিএনপি নেতা সাখাওয়াত গ্রেফতার

মনজুর আহমেদ অনিক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের চাষাঢ়া থেকে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) তাকে গ্রেফতার করে। এদিকে ঢাকার সমাবেশে গিয়ে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি’র নেতাকর্মীদের বাড়িতে সোমবার সকাল থেকে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে দলটি নেতারা। ডিবি পুলিশের ওসি এনামুল হক জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে সদর থানায় সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে। সে মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়াও ৩০ অক্টোবর বিএনপি’র নেতাকর্মীরা ঢাকা সাথে নারায়ণগঞ্জকে বিছিন্ন করার ষড়যন্ত্র করছিলো।  

অন্যান্য সংবাদ