Skip to main content

তফসিল পেছাতে ইসিতে যাবে সুপ্রিম কোর্ট বার

এস এম নূর মোহাম্মদ : আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দিতে এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করতে নির্বাচন কমিশনে যাবে সুপ্রিম কোর্ট বার। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানান বারের সভাপতি জয়নুল আবেদীন। বারের সভাপতি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনে প্রতিনিধি পাঠাবো। ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আদালত অঙ্গনে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জয়নুল আবেদীন বলেন, সরকারি ছত্রছায়ায় না হলে আদালত অঙ্গনে ব্যারিস্টার মইনুলের ওপর হামলা সম্ভব নয়। কিন্তু মইনুল হোসেনের অপমান তার একার নয়, এটা দেশের সমস্ত আইনজীবীর জন্য অপমান। আমরা এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে অনুরোধ করছি অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। জয়নুল আবেদীন আরও বলেন, আমরা দেখতে চাই বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের ওপর সরকার কোনো হস্তক্ষেপ করছে না। আর যদি তা না হয় তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে কর্মসূচি ঘোষণা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের সব আইনজীবী সমিতিতে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করছি।

অন্যান্য সংবাদ