শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের শপিং, ভিডিও, গেমস অ্যাপ ব্যবহার ৬০ শতাংশ বাড়বে আগামী বছর

রাশিদ রিয়াজ : গড়ে কোনো ভারতীয় নাগরিক তার স্মার্ট ফোটে অন্তত ৫০টি অ্যাপ ব্যবহার করে থাকেন। শপিং, ভিডিও, গেমস অ্যাপ ব্যবহার আগামী বছর ৬০ শতাংশ বৃদ্ধি পাবে। গুগল বলছে ভারতের নাগরিকরা অ্যাপের জন্যে পয়সাও খরচ করছেন। পরিত্যক্ত শিশুদের জন্যেও ভারতে ‘রিইউনিট’ নামে একটি অ্যাপ রয়েছে। ভারতের স্থানীয় ভাষায় বিভিন্ন অ্যাপ ছাড়াছে উবার।

বিপুল চাহিদার দিকে লক্ষ্য রেখে ভারতে ডাটা স্পিড যেমন বাড়ছে তেমনি প্রযুক্তি কোম্পানিগুলো প্রায়ই তাদের ইন্টারনেট ডাটা মূল্য পরিবর্তন করছে ও আকর্ষণীয় প্যাকেজ দিয়ে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। মোমাজিং টেকনোলজিসের প্রতিষ্ঠাতা অরুণ গুপ্ত পিটিআইকে বলেন, অন্তত কুড়ি লাখ স্মার্ট ফোন ব্যবহারকারীর ৯৪ ভাগই সামাজিক যোগাযোগ রক্ষা করে এমন অ্যাপ চাহিদার কথা জানান। এধরনের ভোক্তার সংখ্যা বাড়ছে ৮০ শতাংশ হারে। ৫২ শতাংশ চান গেমস অ্যাপ। এছাড়া বিভিন্ন ভাষায় খবরাখবর পেতে তারা প্রায় উন্মুখ থাকেন। মোমাজিকের গ্রাহক সংখ্যা রয়েছে ১২৬ মিলিয়ন বা সাড়ে ১২ কোটিরও বেশি।

একই সাথে ডিজিটাল এ্যাডের পরিমান ভারতে বাড়ছে এবং এখাতে খরচ এ বছর বেড়েছে ২৬ শতাংশ। আগামী বছরে তা ২৮ শতাংশ ছাড়িয়ে যাবে। অ্যাপ ডাউনলোড বেড়েছে ১৫৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়