Skip to main content

ভারতের শপিং, ভিডিও, গেমস অ্যাপ ব্যবহার ৬০ শতাংশ বাড়বে আগামী বছর

রাশিদ রিয়াজ : গড়ে কোনো ভারতীয় নাগরিক তার স্মার্ট ফোটে অন্তত ৫০টি অ্যাপ ব্যবহার করে থাকেন। শপিং, ভিডিও, গেমস অ্যাপ ব্যবহার আগামী বছর ৬০ শতাংশ বৃদ্ধি পাবে। গুগল বলছে ভারতের নাগরিকরা অ্যাপের জন্যে পয়সাও খরচ করছেন। পরিত্যক্ত শিশুদের জন্যেও ভারতে ‘রিইউনিট’ নামে একটি অ্যাপ রয়েছে। ভারতের স্থানীয় ভাষায় বিভিন্ন অ্যাপ ছাড়াছে উবার। বিপুল চাহিদার দিকে লক্ষ্য রেখে ভারতে ডাটা স্পিড যেমন বাড়ছে তেমনি প্রযুক্তি কোম্পানিগুলো প্রায়ই তাদের ইন্টারনেট ডাটা মূল্য পরিবর্তন করছে ও আকর্ষণীয় প্যাকেজ দিয়ে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। মোমাজিং টেকনোলজিসের প্রতিষ্ঠাতা অরুণ গুপ্ত পিটিআইকে বলেন, অন্তত কুড়ি লাখ স্মার্ট ফোন ব্যবহারকারীর ৯৪ ভাগই সামাজিক যোগাযোগ রক্ষা করে এমন অ্যাপ চাহিদার কথা জানান। এধরনের ভোক্তার সংখ্যা বাড়ছে ৮০ শতাংশ হারে। ৫২ শতাংশ চান গেমস অ্যাপ। এছাড়া বিভিন্ন ভাষায় খবরাখবর পেতে তারা প্রায় উন্মুখ থাকেন। মোমাজিকের গ্রাহক সংখ্যা রয়েছে ১২৬ মিলিয়ন বা সাড়ে ১২ কোটিরও বেশি। একই সাথে ডিজিটাল এ্যাডের পরিমান ভারতে বাড়ছে এবং এখাতে খরচ এ বছর বেড়েছে ২৬ শতাংশ। আগামী বছরে তা ২৮ শতাংশ ছাড়িয়ে যাবে। অ্যাপ ডাউনলোড বেড়েছে ১৫৩ শতাংশ।

অন্যান্য সংবাদ