শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তফসিলের প্রস্তুতি ৮ নভেম্বর : ইসি সচিব

সাইদ রিপন : নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ৮ নভেম্বর তফসিল ঘোষণার সব প্রস্তুতি আমাদের রয়েছে। তবে ৭ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপেও নজর রাখা হবে। জাতীয় ঐক্যফ্রন্টের তফসিল পেছানোর দাবির বিষয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, ৮ নভেম্বর সকাল ১০টায় কমিশন বৈঠকে বসবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এছাড়া সেনাবাহিনীর বিষয়ে আলোচনা হয়েছে। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শহরাঞ্চলে সীমিত আকারে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেও জানান সচিব।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের নেতৃত্বে বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বরকতুল্লাহ বুলুসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে সিইসি কেএম নূরুল হুদা সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়