Skip to main content

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জের গোবিন্দপুর বালুর গর্তের কাছে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ উদ্ধার করে চুয়াডাঙ্গায় নেয়া হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ সুত্র থেকে জানা গেছে , স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাচ্ছিল সকালে। এসময় ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবকের লাশ দেখে ফাড়ি পুলিশকে খবর দেয়। তারা চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতে যুবকের পরনে ছিল জিন্স পেন্ট ও শার্ট। পুলিশের ধারণা সোমবার সকালে কোন এক সময় ঘটনাটি সংগঠিত হয়েছে।

অন্যান্য সংবাদ