Skip to main content

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ১০ উইকেট তাইজুলের

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো টেস্টে ১০ উইকেট নিলেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টে সিকান্দার রাজাকে বোল্ড করে তিনি এ মাইলফলক স্পর্শ করেন। ২০ টেস্টে তার মোট উইকেট এখন ৭৯টি। সেরা বোলিং ৩৯ রানে ৮ উইকেট। এতোদিন এই ছিল টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলামের প্রাপ্তি। তবে সিলেট টেস্টে স্পিন জাদুতে নিজেকেই ছাড়িয়ে গেলেন এ বাঁহাতি স্পিনার। চতুর্থ বাংলাদেশি হিসেবে এক টেস্টে দশ বা তার বেশি উইকেট শিকারী এখন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ১০ উইকেট শিকারের কীর্তি নিজের ঝুলিতে নিয়েছেন তাইজুল। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন জিম্বাবুয়ের পাঁচজন ব্যাটসম্যানকে। এরমধ্যে আবার পাঁচ বলের মধ্যে ৩ উইকেট তুলে নেন বাঁ-হাতি এই স্পিনার। ফলে ম্যাচ শেষে বোলিং ফিগার দাঁড়ায় ৬৮.১-১৫-১৭০-১১! তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসের ৪২তম ওভারে বল হাতে নিয়ে ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে উইকেট পান। তার সামনে সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু নিজের পরের ওভারে এসে প্রথম বলে আর উইকেট পাননি তিনি। পেয়েছেন তৃতীয় বলে। সিকান্দার রাজাকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো ১০ উইকেট পূর্ণ করেন তিনি। তাইজুলের আগে বাংলাদেশের আরও তিনজন বোলার টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। মেহেদি হাসান মিরাজ, এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসান। এদের মধ্যে সাকিব আল হাসান দুবার ১০ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।