শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০১৮, ০১:৩২ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০১৮, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্য দিয়ে বড়লেখাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখা উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। রবিবার জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ সদস্য মো. শাহাব উদ্দিন ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে এ ঘোষণা দেন।

এ সময় বড়লেখা উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত ১৭১ জন ভিক্ষুকসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাঁস-মোরগ, ছাগল ও ভেড়া পালন, ক্ষুদ্র ব্যবসা, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন সরকারী কর্মসূচির আওতায় অর্ন্তভূক্তির মাধ্যমে এসব ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও প্যানেল মেয়র তাজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ।

একই অনুষ্ঠানে হুইপ মো. শাহাব উদ্দিন উপজেলার ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও কৃষকরের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়