Skip to main content

জনসভা-সংলাপ ইস্যুতে বসছে ঐক্যফ্রন্ট

সাব্বির আহমেদ : মঙ্গলবারের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ও পরদিন গণভবনে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ ইস্যুতে চূড়ান্ত বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকে আগামীকালের জনসভায় সফল করতে পরিকল্পনা ও দায়িত্ব বন্টন করা হবে। ২য় দফা সংলাপে নিজেদের সাত দফাকে গুরুত্ব না দিয়ে সংবিধান ও আইনসম্মত বিষয়গুলোর তাৎপর্য নিয়ে আলোচনা হবে। সোমবার সন্ধ্যা ৬টায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বার মতিঝিলের ওই বৈঠক শুরু হয়। বৈঠক প্রসঙ্গে জোটের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। সংলাপ, কালকের সমাবেশসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসিন মন্টু, এডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।

অন্যান্য সংবাদ