Skip to main content

ইয়েমেনের হুদায়দায় ১১৩ সৌদি সেনা নিহত, তুমুল যুদ্ধ

রাশিদ রিয়াজ : ইয়েমেনের হুদায়দায় দেশটির সেনাবাহিনী ও হুথি বিদ্রোহীদের সঙ্গে তুমুল যুদ্ধে গত রোববার অন্তত ১১৩ সৌদি সেনা নিহত ও আহত হয়েছে ১৫৬ জন। সৌদি জঙ্গি বিমানগুলো হুদায়দায় গত ৪৮ ঘন্টায় ৮০ বার বোমাবর্ষণ করে। এ খবর দিয়েছে ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ। এর আগে ইয়েমেনের সুপ্রিম রিভোলুশনারি কমিটির প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী আল-হুথি এক টুইটার বার্তায় বলেন, আল-হুদায়দা থেকে সৌদি জোট পিছু হটছে। এর আগে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জিজানে ভাড়াটে সেনারা পিছু হটে। তারা ইয়েেেমন হামলার প্রস্তুতি নিচ্ছিল। ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সৌদি আগ্রাসন শুরু হয়। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দারাব্বো মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় ফের বসাতে সৌদি আরব দেশটিতে এধরনের আগ্রাসন চালিয়ে আসছে। গত তিন বছরে ইয়েমেনে এধরনের আগ্রাসনে ব্যাপক প্রাণহানি, ক্ষয়ক্ষতি ছাড়াও দুর্ভিক্ষময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অন্যান্য সংবাদ