Skip to main content

বাসদ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাফরুল অালম : বাসদ নেতা রাহাত ও ছাত্র সংগঠন ছাত্রফ্রন্টের শুভ ও শাকিলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা নগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত রবিবার (৪ নভেম্বর) সংগঠনের নেতারা গাজীপুর ভাওয়াল বদরে অালম সরকারি কলেজ কর্তৃপক্ষের সাথে পরিক্ষা সংক্রান্ত বিষয়ে অালোচনা করতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হকিস্টিক, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। ছাত্রলীগের এ অতর্কিত হামলায় বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাহাত, শুভ ও শাকিল গুরুতর জখম হয়। তারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা শুধু গাজীপুরেই নয়, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই অামাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। বক্তারা অারও বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেই চলছে। সরকারকে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, সরকার যদি ছাত্রলীগের এ ধরনের হামলার বিচার না করেন তাহলে অামরা কঠোর অান্দোলনে যেতে বাধ্য হবো। বাসদ নগর সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর নেতা খালেকুজ্জামান লিপন, অাব্দুর রাজ্জাক, জুলফিকার অালী, অাহসান হাবিব বুলবুল, ইমরান হাবিব রুমন প্রমুখ।

অন্যান্য সংবাদ